আলহামদুলিল্লাহি রাব্বিল ‘আলামীন। আস-সালাতু ওয়াস-সালামু ‘আলা সাইয়্যিদিল আম্বিয়া-ই ওয়াল মুরসালিন। ওয়া ‘আলা আলিহী ওয়া আসহাবিহী আজমাঈন।
বাংলাদেশের প্রাচীন ও সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ও ঐতিহ্যবাহী বিভাগ হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগ সুদীর্ঘ শতাব্দীকাল ব্যাপী অনেক কৃতি ও গুণী শিক্ষার্থী তৈরি করেছে, যাঁরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন। ইসলামিক স্টাডিজ বিভাগের তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন-ই একজন প্রবীনতম শিক্ষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, শিক্ষাবিদ, বাংলাদেশ সরকার ও বিদেশী সরকার কর্তৃক উচ্চরাষ্ট্রীয় পদকে ভূষিত শিক্ষা ও গবেষণায় নিবেদিত প্রাণ, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. সিরাজুল হক সুদীর্ঘদিনের শিক্ষা ও গবেষণা দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি দেশে ও বহির্বিশে^ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করার ক্ষেত্রে গৌরবজনক ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীদের মন-মানস গঠনে ও গবেষণার মান বৃদ্ধিতে তাঁর রয়েছে অপরিমেয় অবদান। তাঁর এ অবদান, কর্মপন্থা ও আদর্শকে উজ্জীবিত করে রাখা এবং সে আদর্শের ছাঁচে বিভাগে গবেষণার পরিবেশ সৃষ্টি করা ও বিভাগকে সামনে এগিয়ে নেয়ার লক্ষ্যে “ ড. সিরাজুল হক ইসলামী গবেষণা কেন্দ্র” প্রতিষ্ঠার করা হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে এ গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়ে আসছে এবং বছরে দু’টি গবেষণামূলক পত্রিকা প্রকাশিত হচ্ছে।
আমি আশা করছি “ড. সিরাজুল হক ইসলামী গবেষণা কেন্দ্র” ইসলামের প্রকৃত ও সমসাময়িক জ্ঞান চর্চা এবং বিভিন্ন তাৎপর্যপূর্ণ বিষয়ে গবেষণায় এক অনন্য অবদান রাখবে। তাছাড়া এ কেন্দ্র ইসলাম সম্পর্কে সর্বপ্রকার ভ্রান্ত ধারণা দূর করে ইসলামের সত্যিকার সর্বজনীন আদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করবে এবং ইসলামের তাহযীব ও তমদ্দুনের বিকাশে একটি বাতিঘর হিসেবে আলো ছড়াবে।