পূর্ববঙ্গে ইসলামী তাহযীব ও তমদ্দুনের বিকাশে যে কয়টি বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সূচনা হয়েছিল, তন্মধ্যে ইসলামিক স্টাডিজ বিভাগ অন্যতম। বর্তমানে এ বিভাগটি ঐতিহ্যবাহী কলা অনুষদর অন্তর্ভুক্ত একটি অন্যতম প্রাচীন বিভাগ। এ বিভাগের খ্যাতিমান শিক্ষক ইমেরিটাস প্রফেসর ড. সিরাজুল হক (১৯০৫-২০০৫), যিনি দীর্ঘদিন কলা অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন। তাঁর অবদানের স্বীকৃতি ও তাঁকে জাগরূক করে রাখার উদ্দেশ্যে ইসলামিক স্টাডিজ বিভাগ সংলগ্ন কলাভবনের ২০১৮ নং কক্ষে ড. সিরাজুল হক এর নামে ২০০২ সালে ‘ড. সিরাজুল হক ইসলামী গবেষণা কেন্দ্র’ [ DR. SERAJUL HAQUE CENTRE FOR ISLAMIC RESEARCH ] প্রতিষ্ঠিত হয় ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ১ মার্চ ২০০১ ইং তারিখে একাডেমিক কমিটির এবং ১৭ এপ্রিল ২০০১ ইং তারিখে বিভাগীয় কো-অরডিনেশন এন্ড ডেভেলপমেন্ট কমিটির সভায় “ড. সিরাজুল হক গবেষণা কেন্দ্র” প্রতিষ্ঠার জন্য প্রস্তাবনা সর্বসম্মতক্রমে গৃহীত হয়। পরবর্তীতে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১২/৭/২০০১ তারিখের ১৩নং সিদ্ধান্ত মোতাবেক উক্ত গবেষণা কেন্দ্রটি অনুমোদিত হয় এবং ২০০২ সালে এর কার্যক্রম শুরু হয়। কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জেড.এন. তাহমিদা বেগম এবং পরিচালক ছিলেন প্রফেসর ড. আ.ন.ম. রইছ উদ্দিন।
প্রতিষ্ঠার পর থেকে এ গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়ে আসছে এবং বছরে দু’টি গবেষণামূলক পত্রিকা প্রকাশিত হচ্ছে।

ড. সিরাজুল হক ইসলামী গবেষণা কেন্দ্রের উদ্দেশ্য ও কার্যাবলী

কেন্দ্রের উদ্দেশ্য ও কার্যাবলী (Objectives and functions of the Centre) নিম্নরূপ:
ক) ইসলাম সম্পর্কে সর্বপ্রকার ভ্রান্ত ধারণা দূর করে ইসলামের সত্যিকার সর্বজনীন আদর্শ প্রতিষ্ঠা করা।
খ) ইসলামের বিভিন্ন তাৎপর্যপূর্ণ বিষয়ে গবেষণার পরিকল্পনা করা এবং গবেষণার উদ্দেশ্যে বৃত্তি ও ফেলোশিপ প্রদান করার ব্যবস্থা করা।
গ) কেন্দ্রের মাধ্যমে প্রতি তিন মাসে অন্তত নিয়মিত সেমিনার, ওয়ার্কসপ ও বক্তৃতার আয়োজন করা। সেমিনারের বিষয়বস্তু হবে ইসলাম সম্পর্কিত।
ঘ) ইসলামিক স্টাডিজ বিষয়ে বার্ষিক বক্তৃতাসহ বিভিন্ন ধরনের বক্তৃতার আয়োজন করা। বিশেষত ড. সিরাজুল হকের ইন্তিকাল দিবসে ব্যবস্থাপনা কমিটির পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী দেশী ও বিদেশী পণ্ডিত ব্যক্তিবর্গের সমন্বয়ে বার্ষিক, ত্রৈমাসিক ও বিশেষ বক্তৃতার আয়োজন করা।
ঙ) ইসলাম যে সাম্য মৈত্রীর ধারক-বাহক ও বিজ্ঞানমুখী তাও প্রচার করার দায়িত্ব এ কেন্দ্রের। এ লক্ষ্যে কেন্দ্র থেকে ষান্মাসিক ইংরেজি ও বাংলায় দু’টি গবেষণা পত্রিকা প্রকাশ করা। এ পত্রিকা দেশ-বিদেশের বরেণ্য পণ্ডিত ব্যক্তিবর্গের লেখায় সমৃদ্ধ থাকবে। এ ছাড়াও কেন্দ্রের উদ্যোগে প্রতি বছর “ড. সিরাজুল হক স্মারক বক্তৃতা”-এর আয়োজন করা হবে।